বরিশালে ডিবি পুলিশের হাতে রোগীর দালাল আটক অতঃপর কারাদন্ড

কামরুন নাহার | ১৮:০৩, ফেব্রুয়ারি ১৫ ২০২০ মিনিট

বরিশাল মহানগর গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে ৫ রোগীর দালালকে আটক করা হয়। আজ শনিবার(১৫ ফেব্রুয়ারী) দুপুর পৌনে ১ টার দিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) অরবিন্দ বিশ্বাস।জানা গেছে আটকৃতরা সবাই বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের দালালী করে আসছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৫ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, বরিশাল নগরীর শহরতলী চর আবদানী এলাকার মৃত খালেক খানের পুত্র শহিদ খান, মুলাদী উপজেলার চরলক্ষিপুর এলাকার মৃত আঃ রশিদ সরদারের পুত্র  মনির হোসেন সরদার,

  মোঃ রবিউল ইসলাম মৃধা (২৫), পিং- মৃত মোতাহার মৃধা, মাতা-মোসঃ লামিয়া বেগম, সাং- নাগের হাটখোলা বাজার, হোগলা বুনিয়া ইউপি, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট, এ/পি- জনৈক মিনমি বেগমের বাসার ভাড়াটিয়া, গ্যাটার বাইন রোড, ২৫নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল (৪) মোঃ জহিরুল (৫৫), পিং- মৃত আঃ গনি, মাতা- সালেহা বেগম, সাং- ফুলখালি, থানা- গলাচিপা, জেলা- পটুয়াখালী, এ/পি- জনৈক জহির এর বাসার ভাড়াটিয়া, রুপাতলী, ধান গবেষনা রোড, ১৪নং ওয়ার্ড, থানা- কোতয়ালী মডেল, বিএমপি, বরিশাল (৫) মোঃ জামাল হোসেন মোল্লা @ নুরুজ্জামান, পিং- মোঃ হাবিব মোল্লা, সাং- বড় বিঘাই, থানা- পটুয়াখালী সদর, জেলা- পটুয়াখালীদেরকে আটক করেন।ভ্রাম্যমান ম্যাজিষ্ট্রেট রোগীর দালল ১) মোঃ শহিদ খাঁনকে ৩মাস বিনাশ্রম কারাদন্ড, ২) মোঃ মনির হোসেন সরদার ৩) মোঃ রবিউল ইসলাম মৃধা ৪) মোঃ জহিরুল ৫) মোঃ জামাল হোসেন মোল্লা @ রুজ্জামানগনদেরকে ১মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।