বরিশালে জিংক চাল ভ্যালু চেইন এক্টরস মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৫, জুন ১৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি।। বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার তালিকাভুক্ত ধান চাষি, চাল-কল মালিক, ধান ও চাল বিক্রেতাদের নিয়ে “জিংক চাল ভ্যালু চেইন এক্টরস মতবিনিময় সভা” মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।   সিসিডিবি-গৌরনদীর উদ্যোগে হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর আর্থিক সহায়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে উজিরপুর উপজেলা নির্বাহি অফিসার প্রণতি বিশ্বাস এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, জেলা বিপণন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা কৃষি তথ্য অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তহিদুল আলম।   সিসিডিবি’র কৃষি ও বীজ কর্মসূচির প্রধান সমীরণ বিশ্বাস সঞ্চলনায় বক্তব্য রাখেন হারভেস্টপ্লাস বাংলাদেশ এর প্রতিনিধি কৃষবিদি জাহিদ হোসনে, রুহুল কুদ্দুস, সিসিডিবি-গৌরনদী’র কর্মসূচী কর্মকর্তা সুকল্যান রায়, মাঠ সংগঠণ আ্যাইজাক শিমুল হালদার প্রমুখ।   মতবিনিময় সভায় উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার ৫০ জন তালিকাভুক্ত ধান চাষি, চাল-কল মালিক, ধান ও চাল বিক্রেতা এবং সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। পুষ্টি চাল উৎপাদন ও বিপণন কলাকৈশল নিয়ে মতবিনিময় করা হয়।