উজিরপুরে দক্ষ গ্রাম পুলিশদের পুরস্কার বিতরণ করেন ওসি জিয়াউল আহসান
দেশ জনপদ ডেস্ক|২১:০১, জুন ১৪ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিনিধি।। বরিশালের উজিরপুরে এই প্রথম মডেল থানার উদ্যোগে দক্ষ পারদর্শী গ্রাম পুলিশদের পুরস্কার বিতরণ করেন ওসি জিয়াউল আহসান। এ উপলক্ষ্যে ১৪ জুন বেলা ১১টায় থানা চত্বরে সকল গ্রাম পুলিশের উপস্থিতিতে দক্ষ পারদর্শী ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার করতে সহযোগিতা প্রদান, নাগরিক তথ্য ফরম সুনিপুণ ভাবে পুরণ এবং পরিস্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরিধ্যানকারীদের মধ্য থেকে ৫জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
শুধু তাই নয়, ওসি জিয়াউল আহসান উজিরপুর মডেল থানায় যোগদানের পর থেকেই কোন পুলিশ সদস্য অবসর গ্রহন করলে তাকে ব্যাপক আয়োজনে সংবর্ধনার আয়োজন করেন এবং সুসজ্জিত ভাবে পুলিশের গাড়িতে ওই পুলিশ সদস্যকে বাড়িতে পৌছে দেন। বাংলাদেশে প্রথম এই আয়োজনের উদ্যোক্ত ওসি জিয়াউল আহসান। এ কারণে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, দফাদারসহ সকল শ্রেণিপেশার মানুষ ওসি জিয়াউল আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ব্যাপারে ওসি জিয়াউল আহসান জানান, গ্রাম পুলিশদের কর্মকান্ডে উৎসাহ দিতে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।