ঝালকাঠিতে উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক।। ঝালকাঠিতে নতুন ব্যবসা সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। নাসিবের (ন্যশনাল এসোসিয়েশন অব স্মল এন্ড কটেজ ইন্ডাট্রি বাংলাদেশ) আয়োজনে ও এসএমই ফাউন্ডেশনের সহযোগীতায় এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
রবিবার সকাল ৯টায় ঝালকাঠি চেম্বার অব কমার্স হল রুমে জেলা নাসিব সভাপতি মো. জামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, চেম্বার সভাপতি সালাহউদ্দিন আহমেদ সালেক ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।
কর্মশালায় বক্তব্য রাখেন নাসিবের সহ-সভাপতি এস এম রেজাউল করিম, সাংবাদিক এমদাদুল হক স্বপন এইচ এম গিয়াস উদ্দিন।
এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো. মুনজুরুল হক বিশদভাবে নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় ধারনা প্রদান করেন। এ প্রশিক্ষণ কর্মশালা চলবে ১৭ জুন পর্যন্ত।