নগরীর বিভিন্ন মসজিদে বিএমপি’র সচেতনতামূলক বক্তব্য প্রচার
দেশ জনপদ ডেস্ক|১৬:২২, জুন ১১ ২০২১ মিনিট
বরিশাল নগরীর বিভিন্ন মসজিদে
নিজস্ব প্রতিবেদক ।। বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে বরিশাল নগরবাসীকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৯ শতাধিক মসজিদে একযোগে প্রচার চালানো হয়েছে।
আজ শুক্রবার (১১ জুন) বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) নেতৃত্বে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে একযোগে এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আজ সকালে বিএমপি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল নগরবাসীকে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের তৃতীয় ঢেউ থেকে সুরক্ষিত রাখার প্রয়াসে পূর্বের ন্যায় আজ শুক্রবার পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, (বিপিএম-বার)’র নেতৃত্বে বিএমপি’র সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পদ-পদবির পুলিশ সদস্যগণ মহানগরীর প্রায় নয়শতাধিক মসজিদে জুম্মার নামাজের খুতবা পাঠের পূর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি যেমন- নিয়মিত মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিয়মিতভাবে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করা সহ সকল বিধি পালনে নগরবাসীকে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন।