বরিশালে সাহান আরা বেগমের নামে একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন

দেশ জনপদ ডেস্ক | ২০:৩৫, জুন ০৫ ২০২১ মিনিট

  নিজস্ব প্রতিবেদক॥ শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুলের নতুন ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে।   শনিবার ( ৫ জুন) বিকেল ৪ টায় নগরীর কালিবাড়ী রোডস্থ বিএম স্কুলের এ একাডেমিক ভবনের উদ্ধোধন করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।   এসময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ব্রজমোহন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন তালুকদার সহ ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।   সংশ্লিষ্টরা জানান, এক কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট নতুন এ একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেন শিক্ষা প্রকৌশল৷   উল্লেখ, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক( মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র সহধর্মিণী ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র মা এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডীল সদস্য ছিলেন।