বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪১, জুন ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৯টায় নগরীর সরকারি সদর হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।   ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বরিশাল সদর সহ জেলার দশ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডের ২ হাজার ৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং প্রতি উপজেলার ১টি করে অতিরিক্ত টিকাদান কেন্দ্রে সর্ব মোট ২ হাজার ৫০টি টিকাদান কেন্দ্রে ৪ হাজার ১০০ জন স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যদের সহযোগীতায় ২ লাখ পাওয়ার উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ২ লাখ ৭৩ হাজার ৬৩৬ জন শিশুদেরকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ১টি করে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানো হবে।   অপরদিকে একই সময়ে ৬ হইতে ১১ মাস বয়সের ৩২ হাজার ৮০০ জন শিশুদেরকে ১ লাখ ক্ষমতা সম্পূর্ণ একটি করে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ার হবে। সর্বমোট ৩ লাখ ৬ হাজার ৪৩৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর হবে। একই সময় বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ড ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী উপজেলার ২১টি ইউনিয়ন নদী মাত্রিক এলাকার ভিতর পড়ে যাবার কারনে জেলা সিভিল সার্জনের স্বাস্থ্য কর্মীরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।