নিজস্ব প্রতিবেদক।। বরিশালে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার গভীর রাতে নগরীতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক যুবকরা হলেন- নগরীর পলাশপুরের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (৩২) ও রসুলপুর কলোনির মধু গাইনের ছেলে আবুল কাসেম (২৮)।
জানা গেছে, মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার এসআই মসরুদ উদ্দিন আহমেদসহ একটি দল নগরীর পলাশপুর, মোহাম্মদপুর ও গাজিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সুমন হাওলাদারকে (৩২) ২শ ৫ পিস ইয়াবা ও আবুল কাসেমকে (২৮) ৫৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।