নিজস্ব প্রতিবেদক।।পটুয়াখালীর বাউফলে পানিতে ডুবে একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে।
জানা গেছে নিহত ওই শিশুর নাম আরিয়ান (৩)। সে আবুজাফর হাওলাদার বাড়ির আরিফুল ইসলামের পুত্র।
স্থানীয় সুত্রে যানা যায়, 'আজকে(শনিবার) দুপুর ১ঃ৩০ মিনিটের দিকে বসত ঘর থেকে আরিয়ান খেলনা বাঁশি বাজাতে বাজাতে অন্য শিশুদের সাথে খেলতে যায়। অন্য শিশুরা চলে গেলেও আরিয়ান খেলায় নিমগ্ন ছিল। তার হাতের বাঁশি এক পর্যায় পাশের ডোবায় পড়ে গেলে উঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে সে ওই ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে উক্ত ডোবার কাছে গিয়া পানি খোলা দেখে আরিয়ানকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর দ্রুত পার্শ্ববর্তী ইউনিয়নের এক ক্লিনিকে আরিয়ানকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই অবুঝ শিশু আরিয়ানের মৃত্যুতে তার পরিবার ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।