বিএম কলেজে ফের ছাত্রলীগের সশস্ত্র মহড়া

কামরুন নাহার | ১৮:০৩, ফেব্রুয়ারি ১২ ২০২০ মিনিট

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সংঘর্ষের ঘটনার পর কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ আজ বুধবার ক্যাম্পাসে সশস্ত্র মহড়া দিয়েছে।এতে করে পুরো কলেজ ক্যাম্পাসে আতঙ্কের সৃষ্টি হয়। এছাড়া মহড়া শেষে দুই গ্রুপ ছাত্রলীগের মধ্যে পুনরায় মারামারির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্রলীগ নেতা দাবিদার মোঃ জাফর মঙ্গলবার সংঘর্ষের ঘটনার জের ধরে বুধবার কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হল থেকে সশস্ত্র মহড়া বের করে। মহড়াটি কলেজের সড়ক প্রদক্ষিণকালে ক্যাম্পাসের জীবনানন্দ দাশ মঞ্চের সামনে এসে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মী আলিফ হোসেন হীরাকে গালাগাল করে জাফর। একপর্যায়ে পুনরায় দুই গ্রুপ মারামারিতে জড়িয়ে পরে। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলিফ হোসেন হীরা জানান, মঙ্গলবারে আমার জুনিয়রদের সাথে জাফর ও হুমায়ন গ্রুপের মারামারির ঘটনার পর তারা বুধবার এসে আমাকে গালাগাল শুরু করে। একপর্যায়ে আমার সাথে থাকা জুনিয়ররা তাদের মারতে উদ্যত হয়। এই বিষয়ে জাফরের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে কলেজ অধ্যক্ষ শফিকুর রহমান সিকদারকে কল করা হলে তিনি তা রিসিভ করেননি। তবে মঙ্গলবার জানিয়েছিলেন যে দুই গ্রুপের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়েছে। এদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের বিভিন্ন কক্ষে ধারালো অস্ত্র সস্ত্র মজুদ রয়েছে।