কলাপাড়ায় পরিবেশ ও গণমাধ্যমকর্মীদের লিফলেট ও মাস্ক বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৮:০৯, জুন ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। করোনার প্রভাব বৃদ্ধি পাওয়ায় মানুষকে সচেতনতা বৃদ্ধিতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরে লিফলেট, মাস্ক ও স্টিকার বিতরণ করেছে পরিবেশ ও গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের প্রেসক্লাব সংলগ্ন শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে মানবপ্রাচীর করে এ সচেতনতামূলক কর্মসূচীর উদ্যোগ নেয় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ। করোনায় স্বাস্থবিধি মানাতে জনগনকে মাস্ক বিতরণের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এসময় সংক্ষিপ্ত পথসভায় সচেতনতামূলক বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো. হুমায়ুন কবির। উল্লেখ্য কলাপাড়ায় ঈদের পর করোনার প্রাদূর্ভাব বাড়ছে। এতোদিন পৌর শহরে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও এখন তা ছড়িয়ে পড়ছে গ্রামাঞ্চলে। গত তিনদিনে ৭৬ জন করোনার পরীক্ষা করে ১২ জনের করোনা সনাক্ত হয়। আক্রান্তের হার ১৫ দশমিক ৭৮ ভাগ। তবে করোনা সচেতনতায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নেই কোন তৎপরতা।