বরিশালে র্যাবের অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
দেশ জনপদ ডেস্ক|১৮:৫১, জুন ০১ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক।। বরিশালে অভিযান চালিয়ে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাত পৌঁনে ১০টায় নগরীর আলেকান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দক্ষিণ আলেকান্দার মৃত নাসির খানের ছেলে সোহাগ খান (২৫) ও একই এলাকার রিফিউজি কলোনীর গোলাম শেখের মেয়ে সাথি আক্তার (২২)।
র্যাব জানায়, মাদক বিক্রির খবরে নগরীর দক্ষিণ আলেকান্দা রিফিউজি কলোনীর মোড়ে অভিযান চালানো হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দু’জনকে আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় র্যাবের ডিএডি নূর ইসলাম বাদী হয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।