বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দেশ জনপদ ডেস্ক | ১৮:১০, জুন ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(১ জুন) সকালে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক দীপক রঞ্জন রায়, বরিশাল জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হােসেন, বরিশাল জেলা জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ বিশিষ্টজনরা। বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে ও প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে এলডিডিপির সহযোগিতায় আলোচনা সভাটি হয়। শুরুতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সাধারণ মানুষের মাঝে প্যাকেট খাবার দুধ ও দিবসের টিশার্ট বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পরে অনুষ্ঠানে অতিথিরা দুদ্ধ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।