হাসপাতালের ফটকে প্রসূতির সন্তান প্রসব

দেশ জনপদ ডেস্ক | ১৮:২২, মে ৩০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি।। বরিশালের বানারীপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে মুক্তা নামে এক প্রসূতি সন্তান প্রসব করেছেন। শনিবার (২৯ মে) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুক্তা উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের বাসিন্দা শান্তর স্ত্রী। তবে তিনি সন্তানসম্ভবা হওয়ায় বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠিতে বাবার বাড়িতে ছিলেন। জানা গেছে, শনিবার সন্ধ্যার পরে মুক্তার প্রসব বেদনা উঠলে তাকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা দেন স্বজনরা। কয়েক কিলোমিটার সড়ক পথ পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছাকাছি পৌঁছালে মুক্তার বেদনা আরও বেড়ে যায়। একপর্যায়ে হাসপাতালের প্রধান ফটক পেরিয়ে দ্বিতীয় ফটকের সামনে বসে পুত্র সন্তান প্রসব করেন মুক্তা। প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করে এমন ঘটনা ঘটায় এক ইজিবাইক চালক তার কাছে থাকা পলিথিন দিয়ে প্রসূতিকে ঘিরে পর্দার মতো তৈরি করে দেন। পাশাপাশি সেখানে উপস্থিত কয়েকজন নারী প্রসূতির সন্তান প্রসবে সহায়তা করেন। তবে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত কেউই তাদের সহায়তায় এগিয়ে আসেনি বলে মুক্তার স্বামীর অভিযোগ করেছেন। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. গোপাল শীল  জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশের আগে স্বাভাবিকভাবেই ওই প্রসূতি সন্তান প্রসব করে। তাকে প্রসবকালীন সেবা দেওয়ার সুযোগ পাওয়া যায়নি।