ব্যতিক্রম ধর্মী আয়োজন সৈয়দ জাকির হোসেন জেলাল এর রুহের মাগফিরাত কামনায়
দেশ জনপদ ডেস্ক|২৩:৫৭, মে ২৭ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক।।সৈয়দ জাকির হোসেন জেলাল এর রুহের মাগফিরাত কামনায় আমিরকুটা হরিজন সেবক কলনি পক্ষে থেকে নেওয়া হয়েছে ব্যতিক্রম ধর্মী আয়োজন সেখানে চলছে কুরআন তেলাওয়াত তার রুহের মাগফিরাত কামনার জন্য কুরআন খতম করা হবে।
এস্থানিয় বাসিন্দা বেল্লাল বলে জেলাল মামা ছিল আমাদের অভিভাবক তার রুহের মাগফিরাতে জন্য আমারা এই আয়োজন করছি ।
হরিজন সেবক কলনির সভাপতি সুমন দাশ বলেন আমাদের প্রনে মনি ছিল সৈয়দ জাকির হোসেন জেলাল ভাই তিনি আমাদের ওয়াডে র সাধারণ মানুষের বিপদে আপদে সবসময় পাশে থাকতেন তিনি দীর্ঘ পাঁচ বার কাউন্সিল হিসেবে ছিলেন।
ঐ এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম মিঠু বলে মামা আমাদের জন্য যা করেগেছে তার ঋন আমারা কখন শেধ করতে পরবোনা তাই নিজেদের আত্ততিপ্তর জন্য এই সামান্য আয়োজন। আল্লাহ যেনো মামাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন
একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের ছোট ভাই সৈয়দ জাকির হোসেন জেলাল তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ ভাই ও ১ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।