ঝালকাঠিতে যক্ষ্মা ও হাম-রুবেলার টিকা সংকট

কামরুন নাহার | ০০:৫৫, ফেব্রুয়ারি ১১ ২০২০ মিনিট

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে গত এক মাস ধরে শিশুদের যক্ষ্মা রোগের বিসিজি ও হাম-রুবেলার এমআর টিকা সংকট দেখা দিয়েছে। টিকা না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন শিশুর অভিভাবকরা। প্রতিদিন শিশু সন্তানকে টিকা দেয়ার জন্য হাসপাতালে গিয়েও ফিরে যেতে হচ্ছে মায়েদের। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব টিকা দিতে না পারলে শিশুদের সংশ্লিষ্ট রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এক মাস ধরে ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের স্টোরে নেই বিসিজি ও এমআর টিকা। রুটিন অনুযায়ী যে শিশুরা বিসিজি ও এমআর টিকা পাবে প্রতিদিন তাদের নিয়ে নিয়ে হাসপাতালে গিয়েও ফিরে যেতে হচ্ছে মায়েদের। সন্তানকে সময়মতো টিকা দিতে না পারায় দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা। নির্দিষ্ট সময়ে টিকা দিতে না পারলে শিশুর ক্ষতি হতে পারে বলে জানান হাসপাতালে আসা অভিভাবকরা। ঝালকাঠি সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, সকাল ৯টা থেকে হাসপাতাল ভবনের জরুরি বিভাগ সংলগ্ন পশ্চিম পাশে টিকাদান কেন্দ্রের সামনে শিশুদের নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন মা। ওই কক্ষের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী দরজা খুলে প্রবেশের পরপরই শিশুদের বিভিন্ন ধরনের টিকা দিতে থাকেন। কিন্তু বিসিজি ও এমআর টিকা না থাকায় কয়েকজন শিশুর অভিভাবককে তিনি ফিরিয়ে দেন। টিকাদানের কার্ডে নির্দিষ্ট সময় লেখা থাকলেও তা পার হয়ে গেছে অনেকের। এতে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা। মেয়ের জন্য হাম-রুবেলার টিকা নিতে আসা শহরের কৃষ্ণকাঠির বাসিন্দা আজিজুল বলেন, মেয়েকে দীর্ঘদিন ধরে হামের টিকা দেয়ার জন্য হাসপাতালে ঘুরে বেড়াচ্ছি। সরবরাহ নেই বলে বারবার ফিরিয়ে দেয়া হচ্ছে। এ টিকা বাইরে কোথাও বিক্রি হয় না। এটা হাসপাতাল থেকেই নিতে হয়। এখানে এক মাস ধরে পাচ্ছি না। পরে সমস্যা হলে এর দায়ভার কে নেবে? আতাকাঠি গ্রামের জোৎস্না আক্তার বলে, আমার ছেলেকে নিয়ে টিকা দিতে হাসপাতালে এসে ফিরে যাচ্ছি। তিন দফায় আমাকে ফিরে যেতে হচ্ছে। এখন মনে আতঙ্ক কাজ করছে, সময় মতো টিকা দিতে না পারলে কোনো সমস্যা হয় কি-না। জরুরি ভিত্তিতে টিকা সরবরাহের দাবি জানান তিনি। হাসপাতালের স্বাস্থ্য সহকারী (নার্স) সোনিয়া আক্তার বলেন, প্রতিদিন অসংখ্য মা তার সন্তানের জন্য এখানে বিভিন্ন টিকা নিতে আসছেন। বিসিজি ও এমআর টিকা না থাকায় তারা এসেও ফিরে যাচ্ছেন। এক মাস ধরে আমাদের সরবরাহ না থাকায় দিতে পারছি না। ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সরবরাহ না থাকায় স্টকে বিসিজি ও এমআর টিকার সংকট রয়েছে। এতে হাসপাতালের বহির্বিভাগে আসা রোগী ও স্বজনদের ফিরে যেতে হচ্ছে। সরবরাহ না দিলে এসব টিকা নিতে আসা মানুষদের বার বার ফিরে যেতে হবে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার বলে, নির্দিষ্ট সময়ে শিশুকে হাম-রুবেলার টিকা না দিলে মামস, জ্বর, র‌্যাশ ওঠা এবং সংশ্লিষ্ট রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানিয়েছি। কবে নাগাদ হাম-রুবেলার টিকা সরবরাহ পাওয়া যাবে, তা নিশ্চিতভাবে বলতে পারছি না।