বরিশালে পানিবন্দী মানুষের পাশে প্রশাসন

দেশ জনপদ ডেস্ক | ২১:১৮, মে ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  বরিশাল সদর উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার সংবাদ পেয়ে পানিবন্দী মানুষের পাশে দাড়িয়েছে সদর উপজেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার(২৯ মে) সকাল থেকে বরিশালের বিভিন্ন এলাকা পরিদর্শনে ছুটে যান বরিশাল সদর ইউএনও মুনিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না। এসময় তারা পানি বন্দী মানুষের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চান। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের সরকারী আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দারা জানিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের কারনে সৃষ্টি হওয়া জ্বলোস্বাসের ক্ষয়ক্ষতির খবর নিতে এসিল্যান্ড ম্যাডাম এসেছে। তিনি আমাদের নামের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমান নিয়েছে। সরেজমিনে দেখা যায় এসিল্যান্ড নিশাত তামান্না পানির মধ্যে নেমে সাধারণ মানুষের খবর নেয়ায় তারা খুশি। এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না জানান, বরিশাল সদর ইউএনও স্যারের নির্দেশনায় আমরা বরিশালের বেশ কয়েকটি গুচ্ছগ্রাম পরির্দশন করেছি এবং তাদের ক্ষয়ক্ষতির তালিকা নিয়েছে।