বিষখালী নদী এখন আছড়ে পড়েছে লোকালয়ে

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, মে ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আছড়ে পড়লেও ঝোড়ো হাওয়ার সেই তেজ দেখা যায়নি। তবে ইয়াসের প্রভাবে উপকূলীয় এ উপজেলায় বেশি দাপট ছিল পানিস্ফীতির। নদীর পানি পাড় ছাপিয়ে চলে আসে লোকালয়। এমনকি বেতাগী পৌর শহরের মূল রাস্তাও চলে যায় পানির তলায়। বিষখালী নদীর উপকূল উত্তাল হয়ে ওঠে। স্বাভাবিকের চেয়ে উচ্চতায় কয়েক ফুট বৃদ্ধি পেয়ে আছড়ে পড়ে জোয়ারের পানি। গত মঙ্গলবার রাত থেকেই বিষখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। বুধবার সকালে বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে বেড়িবাঁধ ভেঙে পৌরসভা সহ উপজেলার কয়েকটি এলাকার দুই শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়। কিন্তু আজ বৃহস্পতিবার (২৭ মে) উপজেলার পৌরশহর, সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিন কালিকাবাড়ি, মোকামিয়া ইউনিয়নের বড় মোকামিয়া, সদর ইউনিয়নের ঝোপখালী, উওর বেতাগী, কিসমত ভোলানাথপুর সহ অন্তত ১৭ টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবারের বাড়িঘরে জোয়ারের পানি ঢুকে পানি বন্দি হয়ে পড়েছে । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড়ে তাদের সামনে এত পানি গড়ায়নি। আজ বৃহস্পতিবারেও (২৭ মে) পৌর শহর, বেড়িবাঁধের বাহির, নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত প্লাবিত হয়ে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন বলেন,’ দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে পানিতে ডুবে যাওয়া লোকজনকে সরিয়ে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নেওয়া হয়েছে এবং তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’