আগৈলঝাড়ায় রাস্তার কাজে টাকা দাবি… ইউপি সদস্যকে মারধর
আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয় পরিষদের রাস্তার কাজে জন্য ১ ওয়ার্ডের ইউনিয় পরিষদ সদস্য সঞ্জয় কুমার রায় এর কাছে টাকা দাবি করে আসছিলো একই এলাকার হাসেন হাওলাদার ও তার লোকজন। ইউনিয় পরিষদ সদস্য সঞ্জয় কুমার রায় টাকাদিতে অস্বীকৃতি জানালে গতকাল সোমবার সকালে মারধর করে আহত করেছে। সঞ্জয় কুমার রায় বাদী হয়ে গতকাল আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। স্থানীয় ও মামলার সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয় পরিষদ সদস্য সঞ্জয় কুমার রায় ১ নং ওয়ার্ডের মালোকাঠি এলাকায় সরকারি চল্লিশ দিনের মাটিকাটা প্রকল্প কার্যক্রম করে আসছিলো। ওই কাজে বাঁধা দিয়ে টাকা দাবিকরে আসছিলো একই এলাকার ওহাব আলী হাওলাদারে ছেলে হাসেন হাওলাদার ও তার দলবল। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে গতকাল সোমবার সকালে উপজেলার রাজিহার বাজারের সাইদুলের মুদি দোকানের সামনে বসে হাসেন হাওলাদার, তার স্ত্রী রেবা বেগম সহ ১০ থেকে ১২ জনে মারধর করে সঞ্জয় কুমার রায়কে আহত করে। হামলা কারিরা ইউনিয় পরিষদ সদস্য সঞ্জয় কুমার রায় সাথে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে ইউনিয় পরিষদ সদস্য সঞ্জয় কুমার রায় বাদী হয়ে হাসেন হাওলাদার কে এক নং আসামী করে গতকাল সোমবার আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ হাসেন হাওলাদার ও তার স্ত্রী রেবা বেগমকে গ্রেফতার করেছে। এববিষয়ে রাজিহার ইউনিয় পরিষদ চেয়াম্যান মো. ইলিয়াছ তালুকদার বলে, সরকারি রাস্তার কাজে বাঁধা দিয়ে টাকা দাবি করে ইউনিয় পরিষদ সদস্য সঞ্জয় কুমার রায় এর কাছে। সে টাকা দিতে অস্বীকৃতি জানলে তাকে আসামীরা মার ধর করে। এব্যাপারে আগৈলঝাড়া থানা আফিসার ইনর্চাজ মো. আফজাল হোসেন জানায়, অভিযোগ পেয়েছি। মামলার প্রস্তুতি চলছে। দু’জন অটক আছে।