মোঃ দুলাল হোসেন,নিজস্ব প্রতিবেদক ॥ বাউফলে তেতঁলিয়া নদীর উত্তাল ঢেউ ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানিতে চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে একাকার হয়ে গেছে নদী-খাল, পুকুর ও ডোবা-নালা। ভেসে গেছে ফসল নষ্ট হচ্ছে সবজি খেত আর অধিকাংশ মাছের ঘের। পানির চাপ আরও বাড়ছে তেঁতুলিয়ায়। দূর্যোগ মোকাবেলায় চরবাসীকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
গত দুদিন আগ থেকেই উপজেলার বিভিন্ন এলাকা ও চরাঞ্চলে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন ঝড়ো বাতাসের সঙ্গে থেমে থেমে হচ্ছে বৃষ্টিপাত।
বাউফলের দাশপাড়ায় ফায়ার সার্ভিস অফিসের পূর্ব দিকের বিলটি জোয়ারের পানিতে টইটুম্বুর ওখানে আশ্রয় নেওয়া ছয়টি বেদে পরিবার পানিবন্দি।
উপজেলা প্রকল্প কর্মকর্তা রাজিব বিশ্বাস জানান, দুর্যোগ মোকাবেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে একাধিকবার বৈঠক করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণের কথা উল্লেখ করে তিনি জানান, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতিতে ইউনিয়ন চেয়ারম্যানদেরকে সতর্ক থেকে উপজেলার ১৪৩টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যখনই লাগবে তখনই যেন ব্যাবহার করা যায় ওগুলো। চন্দ্রদ্বীপ ও ধুলিয়ার চরবাসুদেবপাশাসহ বিছিন্ন চরগুলোতে মসজিদের মাইকে সর্বসাধারণকে দুর্যোগ কালীন করণীয় বিষয়ে সতর্ক করা হচ্ছে। সাইক্লোন সেল্টারগুলোর অবস্থান ও আপদকালীন সময়ে সেখানে জরুরি অবস্থান নেওয়ার নির্দেশনা দিতে বলা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান জানান, সরেজমিন মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির খোঁজ নেয়া হচ্ছে। বেড়িবাঁধ ভেঙ্গে ও ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে চর ও নিন্মাঞ্চলের চিনাবাদাম, মরিচ, তিল, মিষ্টি আলুসহ কিছু খরিপ ফসলসহ ঢেঁড়স,কুমড়া, করলা, পেঁপে, পুঁইশাকের মতো শাকসবজির ক্ষতি হয়েছে এবং অধিকাংশ মাছের ঘের প্লাবিত হওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছ চাষীরা।
বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা প্রতিবেদককে বলেন, একশ থেকে দেড়শো একর জমির ফসল নষ্ট হয়েছে এবং কাচাঁ-পাকা সহ কয়েকটি রাস্তা ভেঙ্গে গিয়ে যোগাযোগ বিছিন্ন প্রায়। এ ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ব্যাপক সময় লাগবে এবং চরভূমে পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র না থাকায় ঘূর্ণিঝড়ের কথা শোনলেই চরের মানুষের আতঙ্ক তৈরি হয়। রাতের জোয়ারে পানি আরও বাড়বে। গুচ্ছগ্রামসহ নিম্নাঞ্চলের লোকজনকে সতর্ক করা হচ্ছে। সর্বোপরি চন্দ্রদ্বীপের মানুষ এই সিজনে আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন যাপন করে।