ইয়াসের প্রভাবে বরিশালের ৪ উপজেলায় সম্পদের ক্ষতি

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৯, মে ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  ঘূর্নিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে জোয়ারের পানির চাপে বরিশাল জেরার ৪টি উপজেলায় বাঁধ, রাস্তা ও ব্রিজ-কালভার্ট এবং মাছের ঘের, ইরি ধান ও পান বরজের ক্ষতি হয়েছে। জেলার অপর ৬ উপজেলায় পানি বাড়লেও উল্লেখযোগ্য কোন ক্ষয়ক্ষতি হয়নি। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে বরিশাল নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, আগরপুর রোড, জাজেজ কোয়ার্টারের রাস্তা নগরীর রসুলপুর বস্তিসহ নিম্নাঞ্চল। বিভিন্ন সড়ক জলামগ্ন হওয়ায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা জরুরী ভিত্তিতে ড্রেন পরিস্কার-পরিচ্ছন্ন করছে। যদিও ভাটির সময় পানি নেমে যায়। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বহেরচরে আশ্রায়ন প্রকল্পের ৫টি ঘর জোয়ারের পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পানিতে ওই উপজেলার জয়নগর, দড়িরচর-খাজুরিয়া, বিদ্যানন্দপুর ইউনিয়নের বিভিন্ন বাঁধ, রাস্তা ও ব্রিজ-কালভার্ট ক্ষতি হয়। ভাঙ্গনের মুখে পড়েছে দড়িচরখাজুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিকদার হাটের কমিউনিটি ক্লিনিক। মাছের ঘের, ইরি ধান ও পানের বরজ জোয়ারে পানিতে প্লাবিত হয়। মুলাদী উপজেলার কাজীরচর এলাকায় পানির চাপে ভেঙে গেছে রাস্তা। হিজলা উপজেলায় ৩শ মিটার বেরী বাঁধ ধ্বসে গেছে। গুয়াবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে এইচবিবি (ইটের সড়ক) রাস্তার ক্ষতি হয়েছে। বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নে ক্ষতিগ্রস্থ হয়েছে বেরী বাঁধ। অন্যান্য ইউনিয়নে জোয়ারের পানি প্রবেশ করলেও ভাটার সময় নেমে যায়। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, শায়েস্তাবাদ, চন্দ্রমোহন ও চরমোনাই ইউনিয়নে জোয়ারের প্রভাবে প্রায় ১ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। উপজেলার বিভিন্ন স্থানে মাছের ঘের প্লাবিত হয়েছে। বাবুগঞ্জ, উজিরপুর, আগৈলঝাড়া, বানারীপাড়া, হিজলা ও গৌরনদী উপজেলায় পানি উঠলেও তা নামতে শুরু করেছে। এসব জায়গায় তেমন কোন ক্ষতি হয়নি বলে জানিয়েছে মিডিয়া সেল নিশ্চিত করেছে। অপরদিকে নগরীর নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকায় জোয়ারের পানি উঠলেও ভাটির সময় আবার পানি নেমে যায়। জেলার ১০টি উপজেলায় ৩১৬টি আশ্রয় কেন্দ্র ও ৭৫৫টি (শিক্ষা প্রতিষ্ঠান) অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রাখা হয়েছে। উপজেলাসমূহে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম এবং ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।