শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে বরিশালে বিক্ষোভ মিছিল

দেশ জনপদ ডেস্ক | ১৬:৫০, মে ২৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  জাতীয় বাজেটে ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করা করা সহ স্বাস্থ্য বিধি মেনে ও ভ্যাকসিন নিশ্চিত করে অভিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবীতে মানববন্ধন,বিক্ষোভ মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর কমিটি। আজ বুধবার (২৬) মে সকাল ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে এ কর্মসূচি পালন করে। মহানগর সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি সাগর দাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, অদিতি ইসলাম,মারিয়া,লামিয়া সায়মন । এসময় বক্তারা বলেন সরকার করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিয়ে শিক্ষার্থীদের মেধা শুণ্য করে দিচ্ছে। শিক্ষার্থীরা যেন সরকারের দূর্নীতি অনিয়মের কোন রকম প্রতিবাদ করতে না পারে সেই কারনে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে করে রেখেছে। অন্যদিকে হাট-বাজার থেকে সকল কিছু খুলে দিয়ে শুর্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর করোনা ঢুকিয়ে রেখেছে। তাই আমরা অভিলম্বে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের শিক্ষা অর্জণের পরিবেশ সৃষ্টি করার আহবান জানান। পরে নগরীর কয়েকটি সড়কে একটি বিক্ষোভ মিছিল করে।