চলে গেলেন তুমুল জনপ্রিয় সাবেক কাউন্সিলর জেলাল

দেশ জনপদ ডেস্ক | ২৩:১৪, মে ২৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে করোনা আক্রান্ত জেলালকে গত গত শনিবার (২২ মে) দুপুরে এয়ার অ্যাম্বুলেন্স যোগে বরিশাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন ধরে জেলাল বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় গত শনিবার সকালে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণের নির্দেশ দেন। পরে বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেয়া হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক দেশজনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমনসহ পত্রিকার পরিবারবর্গ। উল্লেখ্য যে, পেশায় ঠিকাদার হলেও স্থানীয়ভাবে তুমুল জনপ্রিয় জেলাল শহরের ১৫ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করে পরপর টানা পাঁচবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।