নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ায় হাত-পা, মুখ বাঁধা অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়েছে। পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ।
উদ্ধর করা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পূর্ব পয়সা এলাকার একটি বালুর মাঠ থেকে ২০-২২ বছরের ওই যুবককে উদ্ধার করেন তিনি। ওই যুবককে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার সাথে পরিচয়ের জন্য কোন কাগজপত্র বা মানিব্যাগ পাওয়া যায়নি।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক পেশায় ইজি বাইক চালক। দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে পালিয়ে গেছে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, অজ্ঞাত ওই যুবককে হাত-পা, মুখ বেঁধে অজ্ঞান করা হতে পারে। তারা ওই যুবককে সেই ধরণের চিকিৎসা প্রদান করছেন।