রিপোর্ট দেশ জনপদ ॥ চারজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজিপি), ১৩ জন পুলিশ সুপার (এসপি) ও ২৪ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা ও পুলিশ হেড কোয়ার্টারের পৃথক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ দ্রুত বাস্তবায়ন করার কথা বলা হয়েছে।