নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২ নৌকা জব্দ

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৫, মে ২৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ শিকার করায় দুইটি ফিশিংবোট জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত মাছগুলো নিলামে বিক্রি ও বোট দু’টির মালিককে জরিমানা করা হয়। রোববার (২৩ মে) রাত ২টায় দৌলতখানের পাতার খাল মেঘনা নদী থেকে এ বোটগুলো জব্দ করা হয়। দৌলতখান উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মাহাফুজ হাসনাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে দৌলতখানে ফিরছে বোটগুলো, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় মাছসহ দু’টি ফিশিংবোট জব্দ করা হয়।   পরে মেরিং ফিশারিজ আইনে বোটে থাকা সামুদ্রিক মাছগুলো নিলামে সাত হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়। এরপর বোট দু’টির মালিক মো. সিরাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য, ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সামুদ্রিক মাছের সংরক্ষণ ও প্রজননের সুবিধার জন্য সমুদ্রে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।