আমতলী হাসপাতালে ৩ দিন ধরে পানি সরবরাহ বন্ধ দুর্ভোগে রোগী
দেশ জনপদ ডেস্ক|১৮:১০, মে ২৪ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলীতে ভূগর্বস্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় ৩ দিন ধরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাম্পে পানি না উঠায় ৩ দিন ধনে পানি সরবরাহ বন্ধ রয়েছে।
এতে দুর্ভোগে পরেছে হাসপাতালের রোগী, রোগীর স্বজন ও হাসপাতালের আবাসিক ভবনে বসবাস রত কর্মচারী কর্মকর্তারা।
জানাগেছে, ১৯৯৩ সালে আমতলী উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর গভীর নলকুপ স্থাপন করে। স্থলভাগ থেকে ৮০ ফুট নিচে উচ্চ ক্ষমতা সম্পন্ন মর্টার বসিয়ে ওই গভীর নলকুপ থেকে পানি হাসপাতাল ও হাসপাতালের এলাকার মধ্যে সরবরাহ করা হয়।
কিন্তু গত শুক্রবার হঠাৎ করে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। গত তিন দিন ধরে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানি সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পরেছে রোগী, রোগীর স্বজন ও হাসপাতালে বসবাসরত কর্মকর্তা কর্মচারীরা।
খবর পেয়ে পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর কর্তৃপক্ষ গভীর নলকুপ পরিদর্শন করেছেন। তারা জানান পানির স্তর নিচে নেমে যাওয়ায় মর্টারে পানি পাচ্ছে না। ফলে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এ সমস্যা সমাধান দ্রুত সম্ভব নয় বলে তারা জানান।
রোগী রুমা বেগম ও হাফেজ ফকির বলেন, হাসপাতালে পানি নেই। পয়নিস্কাশনে খুবই সমস্যা। চার তলা থেকে নেমে নিচের টিউবওয়েল থেকে পানি আনতে হচ্ছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মোনয়েম সাদ বলেন, হাসপাতালে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগী ও কর্মকর্তা কর্মচারীদের খুবই সমস্যা হচ্ছে। গভীর নলকুপ দ্রুত সংস্কারের জন্য পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌশলীকে জানিয়েছি।
পটুয়াখালী স্বাস্থ্য প্রকৌলশী অধিদপ্তরের প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় মর্টারে পানি পাচ্ছে না। তাই পানি সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, বিষয়টি জটিল, তারপরও দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা করবো।