আগৈলঝাড়ায় সড়ক দুঘর্টনায় ৪ জন আহত

দেশ জনপদ ডেস্ক | ২২:০৩, মে ২৩ ২০২১ মিনিট

আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় রাস্তা পাড়াপাড়ের সময় মোটরসাইকেলের ধাক্কায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও একজনকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে আনলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকেলে উপজেলার ফুল¬শ্রী গ্রামের জাহিদুল ইসলামের ছেলে জারিফ পাইক (১১) ফল¬শ্রী ষ্ট্যান্ডে রাস্তা পাড় হবার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। এছাড়া পশ্চিম সুজনকাঠি গ্রামের সালাম মোল¬ার ছেলে রাজু মোল¬া (২২), উত্তর শিহিপাশা গ্রামের আঃ মালেকের ছেলে মেহেদী হাসান (৩৬) ও জল¬া গ্রামের আহম্মেদ আলী হাওলাদারের ছেলে আঃ গফুর হাওলাদার (৬৫) রাস্তা পাড় হবার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আলামিন হোসাইন জানান, তাদের মধ্যে ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।