পদোন্নতিপ্রাপ্ত চার অতিরিক্ত আইজিপির জাতির পিতার সমাধীতে শ্রদ্ধা
দেশ জনপদ ডেস্ক|১৮:৩০, মে ২৩ ২০২১ মিনিট
রিপোর্ট দেশ জনপদ ॥ বিসিএস ক্যাডারের সদ্য পদন্নোতিপ্রাপ্ত চার জন অতিরিক্ত আইজিপি মো. দিদার আহম্মদ বিপিএম, পিপিএম-সেবা, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত আইজিপি মো.শফিকুল ইসলাম বিপিএম(বার) পিপিএম-সেবা টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পূস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় জাতির পিতার সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে ৭৫-সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এসময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়শা সিদ্দিকাসহ পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।