নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে 'বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা)' উদ্ভাবিত বিনা মুগ ৭ ও ৮ ডাল চাষ ব্যাপকভাবে বেড়েছে। চলতি খড়া মৌসুমেও কোন ধরনের সেচ সুবিধা ছাড়া আশাতীত ফলনও হয়েছে।
সেচ সুবিধা বাড়াতে পাড়লে আগামীতে ফলন আরও বাড়বে বলে আশা করছেন কৃষকরা। কৃষি কর্মকর্তাদের দাবী বিনা জাতের মুগ ডাল চাষ করলে কৃষক ব্যাপকভাবে লাভবান হবে এবং প্রোটিনের ঘাটতিও দূর হবে।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বরিশাল) উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, বরিশাল অঞ্চলের মাটি মুগ ডাল চাষের উপযোগী। এই এলাকায় বিনা উদ্ভাবিত বিনা মুগ ডাল-৭ ও ৮ চাষ বেড়েছে। উৎপাদনও হয়েছে ভালো। এই ডালের চাহিদাও বাড়ছে। এতে জনগণের প্রোটিনের ঘাটতি দূর হবে।'
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত জানান, 'বরিশাল জেলায় এবার ২৬ হাজার ৬শ’ ২ হেক্টর জমিতে বিনা মুগ ডাল-৭ ও ৮ জাত চাষ হয়েছে। আগে অন্যান্য জাতে ফলন কম হলেও নতুন উদ্ভাবিত বিনা মুগ ডাল-৭ ও ৮ জাত চাষে কৃষকরা ব্যাপক ফলন পেয়েছে। মুগ ডাল অর্থকরি ফসল হিসেবে বরিশালে বিবেচিত। ফলন ভালো হওয়ায় চাষীদের আগ্রহও বেড়েছে।' এছাড়াও কৃষকরা বেশী করে বিনা মুগ ডাল চাষ করলে অধিক লাভবান হবে বলে পরামর্শ দিয়েছেন এই কৃষিবিদ।