নলছিটিতে গাঁজাসহ যুবককে আটক করে পুলিশে দিল জনতা
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ সাইদুর রহমান শাহিন (৪১) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। শাহিন ওই ইউনিয়নের কুশঙ্গল গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে।
আটকের সময় শাহিনের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং একটি আঞ্চলিক দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালের পরিচয়পত্র উদ্ধার হয়।
রোববার (২৩ মে) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ১০টার দিকে কুশঙ্গল ইউনিয়নের বটতলা এলাকায় একদল মাদক কারবারিকে ধাওয়া দেয় স্থানীয় জনতা। এসময় একজনকে আটক করে তারা। তবে বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ জানান, শনিবার রাতে শাহিনের বিরুদ্ধে উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।