সাংবাদিক সবুজের মায়ের ইন্তেকাল
 
                    নিজস্ব প্রতিবেদক ।। দৈনিক কালের কণ্ঠের বরিশাল অফিসের ষ্টাফ রিপোর্টার এসএম মঈনুল ইসলাম সবুজের মা নুরজাহান বেগম ইন্তেকাল করেছেন। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ভোর রাতে শেষ নি.শ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর।
তিনি দুই ছেলে ও দুই কন্যাসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার প্রথম জানাজা সকাল ১০টায় বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের বাসার সামনে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বরিশাল-২ আসনের এমপি মো. শাহে আলম, বানারীপাড়া পৌর মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রুত লাল কুন্ডসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ অংশ নিয়েছে। পরে মরহুমাকে দিদিহার গ্রামের বাড়ীতে নেয়া হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এদিকে মরহুমার মৃত্যুতে শোক জানিয়েছে, ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। শোক বার্তায় এনডিবিএ ও বিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়াও শোক জানিয়েছেন দৈনিক দেশ জনপদ পত্রিকার সম্পাদক মির্জা রিমন সহ দেশ জনপদ পরিবারবর্গ। একই সাথে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।