নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় নারীদের সঙ্গে খারাপ আচরণের প্রতিবাদ করায় মো. মিরাজ মৃধা নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে হাসান (২৮) নামের এক যুবক। আহত মিরাজ মৃধা জেলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়র্ডের চর গাজীপুর গ্রামের মো. ছিদ্দিক মৃধার ছেলে এবং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (২১ মে ) সন্ধ্যায় গ্রামের মুন্সি বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত মিরাজের অভিযোগ, দুই দিন আগে তাদের বাড়ির পাশে হাসান নামের এক যুবক রাস্তায় নারীদের সঙ্গে খারাপ আচরণ করছিল। ওই সময় তিনি প্রতিবাদ করলে হাসান তার ওপর ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। যার জেরে শুক্রবার সন্ধ্যায় মুন্সি বাড়ির সামনে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে হাসান। ওই সময় চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত।
পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল আমিন বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।