আম পাড়তে বারণ করায় কিশোরীর কান কামড়ে ছিঁড়লেন চাচি
নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে আম নিয়ে ঝগড়ার জেরে সাহিদা আক্তার কল্পনা (১৭) নামে এক মাদরাসাছাত্রীর কান কামড়ে ছেঁড়ার অভিযোগ উঠেছে চাচি সুমা বেগমের (৩১) বিরুদ্ধে।
শনিবার (২২ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মিলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাহিদা আক্তার কল্পনা ওই গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে এবং মঠবাড়ি মাহমুদিয়া দাখিল মাদরাসার ১০ শ্রেণির ছাত্রী। অভিযুক্ত সুমা বেগম ওই এলাকার এমাদুল হকের স্ত্রী।
আহত সাহিদা আক্তার কল্পনা ও তার ভাই হাসান অভিযোগ করে জানান, কল্পনাদের গাছ থেকে কাউকে না জানিয়ে সুমা বেগম আম পেড়ে নিচ্ছিলেন। এ সময় কল্পনা আম নেয়ার কারণ জানতে চায় এবং আম পাড়তে বারণ করে। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সুমা বেগম ও তার মেয়ে খোদেজা আক্তার ক্ষিপ্ত হয়ে কল্পনার ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন এবং হাসানের স্ত্রী শারমিন ও ছেলে রমজানকেও মারধর করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘এমন ঘটনা জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’