আমতলীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত -১৫
দেশ জনপদ ডেস্ক|১৮:৪০, মে ২২ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলী উপজেলার চুনাখালী বাজারে শনিবার সকাল ১১ টায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসাপতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া পুর এলাকার ভাসমান পাইকারী ব্যবসায়ী মো. জাকারিয়া আমতলী উপজেলার কুকুয়া গ্রামের ক্ষুদ্র ভাসমান ব্যবসায়ী সবুজের কাছে ৮৩ হাজার টাকা পায়।
জাকারিয়া শনিবার সকালে চুনাখালী বাজারে বসে সবুজের নিকট টাকা চাইতে গেলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এ খবর বাজারে ছড়িয়ে পরলে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া এলাকার ব্যবসায়ী ও আমতলী উপজেলার কুকুয়া এলাকার ব্যবসায়ীরা একাত্রিত হয়।
পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আরিফ, সবুজ, সোহেল, সোবাহান, মোতালেক হাওলাদার, এজাজুল ও ফারুককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আমতলী থানার ওসি (তদন্ত) রনজিত কুমার সরকার বলেন, এ বিষয়ে এখনো কোন পক্ষ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।