৬ কেজি গাঁজাসহ কালাম মোল্লার গ্রেফতার

দেশ জনপদ ডেস্ক | ২১:২৮, মে ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ তিন লাখ টাকার গাজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম মোল্লাসহ ৩ জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। গতকাল বুধবার ৭টা ৪৫ মিনিটে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মনজুর রহমান এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লার নেতৃত্বে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার শারমীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি মোঃ আজিমুল করীম সহ অন্যান্য অফিসারবৃন্দ কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের লামচরি পোটকারচর আয়রন ব্রীজের দক্ষিণ পাশে বিশেষ অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পলাশপুরের বৌ-বাজার এলাকায় নূর হোসেন হাওলাদার’র ছেলে মোঃ উজ্জল নামক (৩২) কে সাথে থাকা ট্রাভেল ব্যাগে পৃথক তিন প্যাকেটে (২ কেজি ৫০০ গ্রাম+২ কেজি ৫০০ গ্রাম+১ কেজি) মোট ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার করেন পুলিশ। ধৃত আসামী উজ্জল’র নিকট হতে প্রাপ্ত তথ্যমতে রাত ৯টা ২০মিনিটে কোতয়ালী মডেল থানাধীন গিলাতলী নদীর পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনায় গাঁজার মূল মালিক একই এলাকার মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে মোঃ কালাম মোল্লা (৫৫) এবং বিক্রয় সহযোগী কোতয়ালী মডেল থানাধীন চরমোনাই ঘিলাতলির আবু জাফর এর ছেলে আসামি মোঃ জাকির হোসেন (৪৬) কে গ্রেফতার করা হয়। আটককৃত আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত কালাম মোল্লার বিরুদ্ধে এ পর্যন্ত পৃথক ১৭ টি মামলা রয়েছে এবং মাদক বহনকারী সহযোগী উজ্জ্বলের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। এ সংক্রান্ত কাউনিয়া থানা সম্মেলন কক্ষে আজ (বৃহস্পতিবার ২০ মে) বেলার ১২টার দিকে সহকারী পুলিশ কমিশনার শারমিন সুলতানা রাখির সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।