ছবি তো লাগাইছি সৌভাগ্য, কিন্তু আমাগো জীবনের ছবির নাম ‘দুর্ভাগ্য’!
দেশ জনপদ ডেস্ক|১৮:২৯, মে ২০ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরে একসময় চারটি প্রেক্ষাগৃহ ছিল। সোনালী, কাকলী, বিউটি ও অভিরুচি নামের এসব প্রেক্ষাগৃহে প্রচুর দর্শকও ছিল। বর্তমানে টিকে আছে শুধু অভিরুচি, তা–ও নিভু নিভু।
ঐতিহ্য টিকিয়ে রাখা অভিরুচিও এখন দর্শকশূন্যতায় ধুঁকছে। তবু হলের সামনে শোভা পাচ্ছে ঈদের ছবির ব্যানার সৌভাগ্য। দুর্দশার কথা বলতে গিয়ে প্রেক্ষাগৃহের একজন কর্মচারী বলেন, ‘ছবি তো সৌভাগ্য লাগাইছি, কিন্তু আমাগো জীবনের ছবির নাম ‘দুর্ভাগ্য’!’ প্রেক্ষাগৃহটির কর্তৃপক্ষ জানায়, করোনাকালে গত বছর লকডাউন শুরু হলে ছয় মাসের বেশি সময় বন্ধ ছিল।
এরপর গত বছরের অক্টোবরে হলটি চালু করা হয়। দর্শক না থাকায় আবার বন্ধ করে দেওয়া হয়। হলের মালিক এখন আর এটা চালাতে চান না। তবু ব্যবস্থাপকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই পেটের তাগিদে হলটি চালাচ্ছেন। ঈদ উপলক্ষে গত শুক্রবার হলটি চালু করেন।
নতুন ছবি সৌভাগ্য দিয়ে চালু হলেও দর্শক না থাকায় দুর্ভাগ্য পিছু ছাড়ছে না।