পৃথিবীর দিকে ধেয়ে আসছে আটটি গ্রহাণু

কামরুন নাহার | ০১:১৭, ফেব্রুয়ারি ১০ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ পৃথিবীর দিকে ধেয়ে আসছে আটটি গ্রহাণু। এ বছর তা পৃথিবীতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এই আট গ্রহাণু নিয়ে বড় কোন ভয় পাওয়ার কারণ নেই। নাসা জানায়, ৮ গ্রহাণুর মধ্যে সবচাইতে বড়টির নাম ‘২০২০ বিকিউ১১’ যা প্রায় ৭৭ মিটার প্রশস্ত। অর্থাৎ ‘বিগ বেন’-এর চারভাগের একভাগ তার আকার। কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পর উত্তপ্ত এই গ্রহাণু ভূপৃষ্ঠে আঘাত হানলে অনেকটা নিউক্লিয়ার বিস্ফোরণের মত কাজ করবে। যার আঘাতে অনেক হতাহতের শঙ্কা করা হচ্ছে। তবে গ্রহাণুগুলো নিশ্চিতভাবে পৃথিবীতে আছড়ে পড়বে কিনা তা জানায়নি নাসা।