ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নলছিটিতে মানববন্ধন

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৮, মে ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ইসরাইলের চরম আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) বিকেলে নলছিটির সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বালি তাইফুর রহমান তূর্য্য, এফ.এইচ রিভান, শাহরিয়ার নাঈম প্রমুখ। বক্তারা বলেন, দেশের চলমান কোন ইস্যু নিয়ে আমরা এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি দীর্ঘদিন যাবত ইসরাইল নামক সন্ত্রাসী গোষ্ঠী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অনবরত গুলি, বোমা, বিমান হামলাসহ নানানভাবে তাদেরকে নিঃশেষ করার পায়তারা চালাচ্ছে। ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় হাসপাতাল ও মিডিয়া ভবন ধ্বংস হয়ে গেছে। অনবরত হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্ব মানবতাকে ধ্বংস করেছে। এমনকি ইসরাইলি সন্ত্রাসীদের হাত থেকে বাদ যাচ্ছে না ২/১ বছরের শিশুরাও। ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন দেওয়াতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। বক্তারা আরও বলেন, ইসরাইল কোন রাষ্ট্র নয়, অথচ বছরের পর বছর ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানান তারা।এছাড়াও ফিলিস্তিনিদেরকে পাঠানো ত্রাণ আটকে দেয়ার তীব্র প্রতিবাদ জানান বক্তারা। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।