সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে বামনায় মানববন্ধন
মোঃ ওমর ফারুক সাবু, নিজস্ব প্রতিবেদক ॥ প্রথমআলোর অনুসন্ধানী জ্যেষ্ঠো সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বামনা উপজেলায় প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও সমাবেশ করেছে।
আজ বুধবার (১৯ মে) সকাল ১১টায় বামনা প্রেসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচি পালনের খবর বামনায় ছড়িয়ে পরলে বিভিন্ন সাংবাদিক সংগঠন এতে যোগদেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন, বামনা প্রেসক্লাব, বামনা উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠন। মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ছাত্র মৈত্রী বামনা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনোতোষ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলাল, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবু, উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদ সভাপতি নেসার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম মোল্লা, বিআরডিবি সাবেক সভাপতি ফারুক আহম্মেদ আকন ও উপজেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক আশীষ কুমার হাওলাদার।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম এদেশের একটি বড় দুর্নীতিগ্রস্থ্য মন্ত্রনালয়ের বিরুদ্ধে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন। আর এটাই তার জন্য কাল হয়ে দাড়িয়েছে। আজ সাংবাদিকতা গলাটিপে হত্যা করতে চেয়েছিলো সেই অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা। আমাদের স্বাধীন বাংলাদেশে একের পর এক সাংবাদিক সরকারি আমলাদের হাতে নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা কর্তৃক নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করেন বক্তারা।