পটুয়াখালীতে ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

দেশ জনপদ ডেস্ক | ১৫:৪৯, মে ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর দুমকি উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে সেলিনা বেগম (৪১) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় লেবুখালী ফেরিঘাটসংলগ্ন চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিনা বেগম পটুয়াখালী সদর থানার আউলিয়াপুর সাবিনা আক্তার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবারবাড়ি দুমকি উপজেলার আলগি গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, লেবুখালী ফেরি পার হয়ে ওঠার সময় (ঢাকা মেট্রো-ট-১১-৭১২৭) মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ওই স্কুলশিক্ষিকা রাস্তায় ছিটকে পড়ে যান। এ সময় ওই ট্রাকের নিচে চাপা পড়ে স্কুলশিক্ষিকা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। দুমকি থানার ওসি মেহেদী হাসান বলেন, নিহতের মরদেহ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা করা হয়েছে।