ছাত্রলীগ নেতা সুজনের হাতুড়ির আঘাতে মৃত্যু শয্যায় অপর ছাত্রলীগ কর্মী
দেশ জনপদ ডেস্ক|০১:০৩, মে ১৬ ২০২১ মিনিট
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের বিতর্কিত সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের হাতুড়ির আঘাতে মৃত্যু শয্যায় অপর ছাত্রলীগ কর্মী। রাহাত নামে ওই ছাত্রলীগ কর্মীকে হাতুড়িপেটা করে মাথা থেতলে দিয়ে ফের সমালোচনার জন্ম দিয়ছেন সুজন।
শেবাচিম হাসপাতালে ভর্তি'র পর সিটি স্ক্যান করে মাথায় গুরুতর আঘাত ধরা পড়ায় রাহাতকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আজ শনিবার রাত ১১টার সময় এ্যাম্বুলেন্স যোগে আহত রাহাতকে নিয়ে ঢাকা রওনা করেছে তার পরিবার।
রাহাতের স্বজন মনির জানান, প্রথমে তারা রাহাতের বাড়িতে হামলা চালায়।পরে বিকেলে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া মোল্লাবাড়ি স্টেশনে রাহাতকে প্রকাশ্যে হাতুড়িপেটা করে আশিকুর রহমান সুজন। ঘটনার পরে আমরা রাহাতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি করি। সিটি স্ক্যানে গুরুতর আঘাতের চিহ্ন ধরা পড়ে। কর্তব্যরত চিকিৎসক রাহাতকে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে নিয়ে যেতে বলেন। আজ (শনিবার) রাত সাড়ে এগারোটা এ্যাম্বুলেন্স করে আমরা রাহাতকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছি।
এদিকে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজন দাবী করে বলেন, উল্টো তার উপরে হামলা করেছে রাহাত। আর হামলা করতে গিয়ে নিজেই সে আহত হয়েছে। তিনি বলেন, রাহাতের সঙ্গে ভোলার তুহিনের লেনদেন আছে। রাহাতের কাছে ১ লাখ ৭২ হাজার টাকা পায় তুহিন। তুহিন ও তার ছোটভাই ছাত্রলীগের শুভ এ বিষয়ে আমাকে অবহিত করেন।
এরপর রাহাত ক্ষিপ্ত হয়ে ফেসবুকে নানান পোস্ট দিতে থাকেন। রাহাত বন্ধু হওয়ায় এবং একই এলাকার বাসিন্দা হওয়ায় তাকে ফেসবুকে মিথ্যাচার না করতে বলি। এরপর সে আজ সন্ধ্যায় আমার ওপর হামলা চালায়। আর হামলা চালাতে গিয়ে সে নিজেই কোনোভাবে আহত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। তার সঙ্গে আমার কোনো লেনদেনও নেই। এ বিষয়ে আমিও আইনের আশ্রয় নিব।’
এ ব্যাপারে বন্দর থানার ওসি আনোয়ার তালুকদার বলেন, বিষয়টি জানতে পেরে আমি দ্রুত ঘটনাস্থল যাই। এরপরই আমাদের উধ্বর্তন কর্তৃপক্ষ সরেজমিনে গিয়ে বিষয়টি তদারকি করেছেন। এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পায়নি। তবে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, কিছুদিন আগেও বরিশালের তৎকালিন জেলা প্রশাসক অজিয়র রহমানকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করায় সুজনকে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতির পদ থেকে বহিস্কার করা হয়ছিল। এছাড়াও নানান বিতর্কিত কর্মকান্ডে একের পর এক পত্রিকার শিরোনাম হয়েছেন তিনি। এ ব্যাপারে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতকে ফোন দিলে তিনি বলেন, কিছুক্ষন আগেই ব্যাপারটি শুনেছি। তবে ঘটনার বিস্তারিত সঠিকভাবে জেনে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। আর বিতর্কিত কাউকে দলে জায়গা দেওয়া হবে না।
বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন