বরিশালে ধান ও চাল সংগ্রহের উদ্ধোধন

কামরুন নাহার | ১৬:৪২, মে ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্ধোধন করা হয়েছে। আজ মঙ্গলবার(১১ মে) বেলা ১২টার দিকে বরিশাল খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এর উদ্ধোধন করা হয়। চলতি বোরো মৌসুমে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্ধোধন করেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ বরিশাল খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উল্লেখ্য যে, সরকার সাড়ে ১৬ লাখ টন ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৩টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে খাদ্য মন্ত্রণালয়। নির্দেশনার পরিপত্রটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সব বিভাগীয় কমিশনার, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বরিশালেও বোরো মৌসুমের ধান সংগ্রহের উদ্ধোধন করা হয়েছে।