আমতলীতে অটোসহ চোর আটক
নিজস্ব প্রতিবেদক ॥ আমতলী উপজেলার একে স্কুল চৌরাস্তা থেকে রবিবার রাতে অটোচোর চক্রের হোতা মো. আরিফ হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।
সোমবার আরিফকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, গত শনিবার আমতলী পৌর শহরের ছুড়িকাটা এলাকা থেকে মো. সোহেল রানার একটি অটোগাড়ী চুরি হয়।
সোহেল পৌর শহরের বিভিন্ন এলাকায় অটো খুঁজতে থাকে। দুই দিনে সন্ধান পায়নি। রবিবার রাতে গাড়ী মালিক সোহেল আমতলী একে স্কুল চৌরাস্তা এলাকায় চোর আরিফকে অটোসহ ধরে ফেলে এবং মারধর করে।
পরে অটো মালিক মো. সোহেল রানা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে চোর আরিফকে অটোসহ থানায় নিয়ে আসে এবং আমতলী হাসপাতালে চিকিৎসা দেন।
এ ঘটনায় সোহেল রানা বাদি হয়ে আরিফের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সোমবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
আদালতের বিচারক মোঃ সাকিব হোসেন তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম হাওলাদার বলেন, অটোগাড়ীসহ চোর আরিফ হোসেন মৃধাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।