রিপোর্ট দেশ জনপদ ॥ করোনা (কোভিড-১৯) সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। দেশটিতে নজিরবিহীন প্রাণহানিতে শোক ও প্রার্থনা জানিয়ে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংকটকালে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।
মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই চিঠির কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক চিঠিতে সমবেদনা জানিয়েছেন। তিনি কোভিড-১৯ মহামারির কারণে ভারতে সৃষ্ট সংকটে দেশটির প্রতি সমবেদনা ও প্রার্থনা জানান। বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন তিনি।