আবারো আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযান, আহত বহু

দেশ জনপদ ডেস্ক | ১৫:৪৫, মে ১০ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ মুসলিম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র আল-আকসা মসজিদে ফের হামলা ও অভিযান চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। সোমবার (১০ মে) পবিত্র রমজান মাসের ২৮তম দিনে মসজিদে ইবাদতরত ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর হামলার সময় রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং শব্দ বোমা নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এছাড়া আল-আকসা মসজিদ এবং এর কম্পাউন্ডসহ আশপাশের এলাকার ওপর দিয়ে উড়ছে ইসরায়েলি হেলিকপ্টার। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলিদের হামলায় এখন পর্যন্ত বহু সংখ্যক ফিলিস্তিনি নারী-পুরুষ আহত হয়েছেন। এছাড়া মসজিদ ও এর আশপাশের সহিংসতাপূর্ণ এলাকায় তাদের মেডিকেল টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে সংস্থাটি।