নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ায় মো. শফিক মিয়ার দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙে দুই লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ মে) দুপুর পৌনে ২টায় পৌরশহরের সুতাপট্রি এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দোকানে কেউ ছিলেন না।
সুতা ব্যবসায়ী মো. শফিক মিয়া জানান, দোকনের শাটার নামিয়ে বেলা দেড়টার দিকে নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ পড়ে এসে ক্যাশ বাক্সের তালা ভাঙা দেখতে পান। সব মিলিয়ে বাক্সে দুই লাখের মতো টাকা ছিল।তার কিছুই ছিল না বক্সে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো.আসাদুর রহমান জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।