বরিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত, আহত-২

দেশ জনপদ ডেস্ক | ১৫:৪২, মে ০৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি।। বরিশালের বাকেরগঞ্জে সিমেন্টবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছে।

এছাড়া এ দুর্ঘটনায় গুরুত্বর আহত ২ জনকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরআগে আজ শনিবার (০৮ মে) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ লক্ষীপাশায় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এ্যাংকার সিমেন্টের ওই ট্রাকটি সিমেন্ট বোঝাই করে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে থাকা গাছে আঘাত হানে। এতে ট্রাকের সামনের অংশ দুমরে-মুচরে যায়।বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল জানান, খবর পেয়ে তারা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সেখানে থেকে ট্রাক চালকের সহযোগী (হেলপার) রায়হানের মরদেহ উদ্ধার করা হয়। পাশাপাশি আহত অপর দুজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া পুলিশের রেকার দিয়ে ট্রাকটিকে ঘটনাস্থল থেকে সরানো হয়েছে।