আবারো বেপরোয়া কিশোর গ্যাং। ভাটারখালে অস্ত্রসহ কিশোর সন্ত্রাসী নাজমুল আটক।

দেশ জনপদ ডেস্ক | ২৩:০১, মে ০৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীরতে আবারো বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং। গতকাল রাত নয়টার দিকে ব্রাউন কম্পাউন্ড এলাকার কিশোর গ্যাং এর নেতা সেতুর নেতৃত্বে প্রকাশ্যে ভাটারখাল এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর সময় নাজমুল (১৮) কে আটক করে পুলিশ। এসময় তার কাছ থেকে দুটি রামদা ও দুটি হকস্টিক উদ্ধার করে পুলিশ।   পুলিশ সূত্রে জানগেছে, গতকাল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরির বটতলা ব্রাউন্ড কম্পাউন্ড এলাকার ও সিটি মার্কেটের তাহমিদ ফ্যাশন দোকানের সেন্টুর ছেলে কিশোর সন্ত্রসী আরিফুর রহমান সেতুর সাথে সিটি মার্কেটের কাচা বাজার ব্যবসায়ী ফরিদ শেখের ছেলে জিদনির সাথে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সেতুর নেতৃেত্ব একটি সিএনজি যোগে নাজমুল (আটক) রিদয়, সুমন,রাব্বি, শাওন ও কোর্ট কম্পাউন্ড এলাকার শান্ত ও মাহিনসহ ১৫ থেকে ২০ জন কিশোর সন্ত্রাসী দারালো অস্ত্র নিয়ে সিটি মার্কেট এলাকায় আসে। ঘটনার টের পেয়ে স্থানীয়রা সবাইকে ধরতে গেলে নাজমুল ছাড়া সকলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা কোতয়ালী থানায় খবর দিলে এস আই মেহেদী ও এ এস আই রফিক ঘটনাস্থলে আসে এবং অস্ত্রসহ নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়।   এদিকে দির্ঘ্যদিন পরে আবারো নগরীতে কিশোর সন্ত্রসীদের আর্বিভাব দেখে জনমনে ব্যাপক আতংকের সৃস্টি হয়েছে। বাটারখাল এলাকার গ্যারেজ ব্যবসায়ী মিজান ঘটনার ব্যাখ্যা দিয়ে বলেন, একটি সিএনজি আমার দোকানের সামনে এসে দাড়ায়। তাতে ৫জন কিশোর বয়সের লোক। এক পর্যায় সিএনজির পাদানীতে আমার নজর পরতে দেখি সেখানে কয়েকটি দেশীয় অস্ত্র রাখা। বিষয়টি আমার আমার পাশের ব্যবসায়ীকে জানলে সে আরো সবাইকে ডাক দেয়। সবাই আসলে নাজমুল কে আমরা ধরতে পারি বাকিরা পালিয়ে যায়। পরে নাজমুল পুলিশের কাছে শিকার পায় তারা ব্যবসায়ী জিদনি কে মারতে এসেছে।   এ বিষয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম (পিপিএম) বলেন, বাটার খাল এলাকা থেকে আমর কাছে ফোন আসার সাথে সাথে আমি পুলিশ পাঠাই। সেখান থেকে দেশীয় অস্ত্র সহ নাজমুল নামে একজনকে আটক করা হয়েছে। বরিশালে সকল ধরনের অপরাধ নির্মূল করার জন্য পুলিশ কাজ করছে। কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না। এ জন্য পুলিশকে যা করতে হয় পুলিশ করবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।