লঞ্চ চলাচল বন্ধ থাকবে ১৬ মে পর্যন্ত!

দেশ জনপদ ডেস্ক | ১৫:৩৭, মে ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ বাড়ছে। ৬ মে থেকে নিজ নিজ জেলায় গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। এর আগে লকডাউন দেয়া হলে কয়েকদফা যাত্রীবাহী নৌযান (লঞ্চ) চালাচল বন্ধ ছিল। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান জানান, ‘আমরা যাত্রীবাহী নৌযানগুলো বন্ধ করে দিচ্ছি। যতদিন লকডাউন চলবে, ততদিন বন্ধ থাকবে। তবে পণ্যবাহী নৌযান চলবে।’ করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আবারো লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার।